সৈয়দপুরের কুখ্যাত ভূমিদস্যু আলতাব গং এবার গিলে খেতে চায় বয় স্কাউট’স এর জায়গা।
মোতালেব হোসেন, নীলফামারী: সৈয়দপুর বয় স্কাউট’স মুক্ত মহাদল নামে বরাদ্দকৃত জায়গাটি সৈয়দপুরের নতুনবাবু পাড়া মোড় কেয়ার বিল্ডিং এর পাশে অবস্থিত। জায়গার পরিমান পূর্বে ছিলো ৮ শতক যা ইনিমি প্রপার্টি হিসাবে রয়েছিলো বর্তমানে তা ৪ শতকে রুপান্তরীত হয়েছে। উক্ত ৪ শতক জমি বয় স্কাউট মুক্ত মহাদল এর নামে বরাদ্দ রয়েছে। যাহার দাগ নং-৭২২০। বাকী ৪ শতক জমি স্থানীয় অবাঙ্গালী জাল দলিলের মাধ্যমে ইনিমি প্রপার্টি থেকে কুক্ষিগত করে। পরবর্তীতে পার্শ্ববর্তী জমির মালিক সৈয়দপুরের বিশিষ্ট ভূমিদস্যু বিউটি সাইকেল ষ্টোরের মালিক আলতাব হোসেন গং যার পিতা এবং ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীতে লুটপাট ধর্ষন সহ নানাবিধ যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় সেখানকার জনগন এবং মুক্তিযোদ্ধাদের ভয়ে পালিয়ে সৈয়দপুরে আশ্রয় নেয়। এখানে এসে প্রথমে একটি সাইকেলের দোকান থেকে ব্যবসা শুরু করলেও স্থানীয় বিএনপি নেতা গডফাদার আমজাদ হোসেন সরকারের ছত্রছায়ায় ভারতীয় সাইকেল পার্টসএর চোরাচালান মাদক ব্যবসা হুন্ডির সিন্ডিকেঁসহ নানাবিধ দূর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেন। এমনকি রেলওয়ের আনুমানিক একহাজার কোটি টাকা মূল্যের সরকারী জমিতে বানিয়েছে বহুতল ভবন। পৌরমেয়রকে মোটা অংকের উৎকোচ দিয়ে ভবনগুলি নির্মানে পৌরসভার কোন প্রকার অনুমতি বা নকশা অনুমোদন নেন নাই উপরন্তু আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে ভবনগুলি নির্মান করেছেন। উক্ত স্কাউটের জমির পার্শ্বে উক্ত ভূমিদস্যু, চোরাকারবারী আলতাব বাহিনীর সুরম্য অট্টালিকা নির্মিত হচ্ছে। উক্ত চার শতক জমি তার কব্জায় নিতে পারলে তার বাড়ির গেটটি আরও প্রশস্ত করা যাবে বিধায় উক্ত জমিটি তিনি সুকৌশলে ক্লাবের সদস্যদের গোপনে মোটা অংকের টাকা দিয়ে জায়গাটি কব্জা করতে চায়। এব্যাপারে পৌরসভার তহসিলদার মিন্টুর সাথে কথা বললে তিনি বলেন আমরা এটি মাপজোগ করে সীমানা পিলার দিয়েছি, আমাদের জমিতে কোন ভূমিদস্যুকে দখল করতে দিবো না। প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নিবো। কিন্তু বাস্তাবে সেখানে গিয়ে দেখা যায় আলতাব বাহিনী উক্ত জমি দখলের উদ্দেশ্যে ক্লাবের খেলার জায়গা বন্ধ করে তার বাড়ির সমস্ত ময়লা আবর্জনা এনে সেই জমিটি ভরাট করছে। এবং ঢালাইয়ের কয়েকটি পিলারও দেখা যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম জানান আমি ছোটবেলা থেকেই দেখছি এটি স্কাউট এর জায়গা। এটি ভূমিদস্যু আলতাব বাহিনী চেষ্টা করছে এটি দখল নেবার জন্য কিন্তু আমরা এই ব্যাপারে কোন ছাড় দেব না। স্কাউট যদি এই জমিটি ব্যবহার না করতে পারে তাহলে আমরা এটি ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় হিসাবে নির্মান করার জন্য ডিসি মহোদয়ের কাছে বরাদ্দের জন্য আবেদন জানাব। কোনক্রমেই এটি ভূমিদস্যু আলতাব হোসেনের দখলে যেতে দেবনা।