প্রতিদিনই আগের দিনে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু

অপরাধ তথ্যচিত্র ডেক্স: প্রতিদিনই আগের দিনে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবারই (৬ আগস্ট) সারা দেশে ৬ জন মারা গেছেন। এর মধ্যে শুধু ঢামেকেই মৃত্যু হয়েছে ৩ জনের। সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের স্বজনদের তথ্যের ভিত্তিতে কিছু গণমাধ্যম ও প্রতিষ্ঠান ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা ৯৫ জন দাবি করেছে। তবে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ২৩ জনের। ঢামেকে আজ মারা গেছেন মনোয়ারা বেগম (৭৫), আমজাদ মণ্ডল (৫২) ও হাবিবুর রহমান (২১)। এ নিয়ে শুধুমাত্র ঢামেক হাসপাতালেই মশা বাহিত এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এছাড়াও দেশের অন্যান্য জেলাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৪৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৪ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৬৪। সেই হিসেবে প্রতি ঘণ্টায় হাসপাতালগুলোতে ৯৭ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া গত ২৪ ঘণ্টার (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হিসাব বিশ্লেষণ করে এ সংখ্যা জানা গেছে। কন্ট্রোল রুম জানায়, মোট ৪০টি হাসপাতালের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত ১১টি হাসপাতাল এবং বেসরকারি ২৯টি হাসপাতালের তথ্যানুযায়ী, সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন। গত জানুয়ারি থেকে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯১২ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *