ইটনায় নবাগত উপজেলা নিবাহী অফিসার কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে বরণ ও পরিচিতি সভা।
ইটনা (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা : হাওর অঞ্চলের ইটনায় নবাগত উপজেলা নিবাহী অফিসার নাফিসা আক্তার কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে বরণ ও পরিচিতি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে সোমবার সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা সহকারী ভূমি অফিসার সাইফুল ইসলাম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইসমাইল হোসেন, ইটনা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান, ইটনা থানা অফিসার ইনচার্জ তদন্ত আহসান হাবীব নবাগত ইউ এন ও কে ফুল দিয়ে বরণ করে নেয়। বরণ ও পরিচিতি সভায় ইটনা উপজেলার সকল দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল। বক্তব্য রাখে- রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, উদিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, রায়টুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিল্কী, ইটনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি প্রমুখ। বক্তাগণ ইটনা উপজেলাকে মডেল উপজেলা হিসাবে পরিণত করা জন্য নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার অত্র উপজেলাকে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ সরকারের এফডিজির উপজেলা পর্যায়ের যে বিষয়গুলা আছে তা যথাযথভাবে বাস্তবায়নের কথা উল্লেখ্য করেন। এছাড়া, শিক্ষাকে আরও গতিশীল করার জন্য প্রধান শিক্ষকদের নিয়ে ক্যাম্পেইন করে শিক্ষার প্রসার বাড়ানোর জন্য যা যা করার দরকার তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে। অনুষ্ঠান পরিচালনা করে- ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম।