ভয়াবহ ডেঙ্গুতে প্রাণ গেল ইডেন কলেজের শিক্ষার্থী শান্তা তানভিরের
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভয়াবহ ডেঙ্গুতে প্রাণ গেল ইডেন কলেজের এক শিক্ষার্থীর। শান্তা তানভি (২০) নামের ওই শিক্ষার্থী রাজধানীর জিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, ডেঙ্গুতে গুরুতর অসুস্থতা নিয়ে গত শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা। শান্তা তানভির একাউন্টিং দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি থাকতেন ঢাকার হাজারীবাগে। গ্রামের বাড়ি গাজীপুরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে ছিলেন। নিহত ছাত্রীর বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এনিয়ে সারা দেশে এই রোগে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে প্রায় অর্ধশত। তবে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে রবিবার (৪ আগস্ট) সকালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার। ৫৪ বছর বয়সী এই নারী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।