জামালপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে ॥ হাসপাতালে ভর্তি ১৯জন

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ৭দিনের ব্যবধানে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৩২জন রোগী। আজ বৃহস্প্রতিবার সকালেও আসিফ(৩১) নামে একজন ডঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ৬জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ৮জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে বৃহস্প্রতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে,মেলান্দহ উপজেলার নাজমুল (১৯),জামালপুর সিতল কুর্শা গ্রামের আরিফ(৩০),জামালপুর দড়িপাড়ার রাহাত(১৭), জামালপুর বিয়ারা পলাশতলার আয়েশা(১৭),মেলান্দহ উপজেলার মিলন শ্রীহাটা গ্রামের তানজিনা ইসলাম(২৭),জামালপুরের সোহেল(২০), জামালপুর দিগপাত এলাকার আছাদুল(২০),বকশীগঞ্জ উপজেলার সোহেল ও হাসিমুল(১৯), ইসলামপুর উপজেলার পিয়াস(২০) ও হারুন অর রশিদ(৪০), জামালপুর চর যশার্থপুরের সাদ্দাম(২৩),জামালপুর বেলটিয়ার সৌরভ(২৫), বকশীগঞ্জ উপজেলার প্রনভ, জামালপুর কেন্দুয়া গ্রামারে মাহমুদুল ইসলাম(১৯), জামালপুর কোনা মালঞ্চের আ:রহিম(১৭),জামালপুর নান্দিনা এলাকার জাকির হোসেন (৩২)সহ ১৯ জন। আর রোগী আসা অব্যাহত থাকায় আদালা একটি ওয়ার্ড খোলা হয়েছে হাসপাতালে। ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনদের অভিযোগ,তারা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাদের ডেঙ্গু সনাক্ত করতে হাসপাতালে স্ট্রিপ না থাকায় বাইরে থেকে রক্ত পরীক্ষা করতে হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ হাসপাতালের ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু রোগীদের মধ্যে সদর উপজেলার নান্দিনা এলাকার শান্ত আমীন (২০),কেন্দুয়ার মাসুদ রানা (৩৫) ও হাটচন্দ্রার কবীর (২৫)সহ ৬জনকে এর অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *