উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে গণসচেতনতা সভায় ওসি জনাব মিজানুর রহমান

সাইফুল ইসলাম, ডাকবাংলা প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। সুতরাং সেই গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুন্সী শাহীন রেজা সাইদের সভাপতিত্বে ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসায় আজ বুধবার সকাল ১১ টার দিকে সাম্প্রতিক সময়ের গুজব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি জনাব মিজানুর রহমান। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব, মুন্সী শাহীন রেজা সাঈদ,বিশিষ্ট ধান চাউল ব্যবসায়ী,মোঃ আক্তার ভান্ডারী,বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহরম পাঠান,৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ মেম্বারও উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু দাউদ স্যার এবং উপস্থিত ছিলেন,ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এস আই জনাব তৌহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ। ওসি মিজানুর রহমান বলেন, পদ্মাসেতুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে গুজব রটনা করা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। তিনি শিক্ষার্থীদের বলেন, আপনারা এ ধরনের গুজবে কান দেবেন না। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে বাচার জন্য ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলেন। এবং মাদকের ভয়াবহতা সম্পর্কেও তিনি শিক্ষার্থীদের সচেতন করেন। মুন্সী শাহীন রেজা সাঈদ বলেন, সাম্প্রতিক সময়ে যে গুজবটি রটানো হয়েছে এটি মিথ্যা এটি একটি কুচক্রী মহল দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এ ধরনের গুজব রটনা করছেন। তিনি শিক্ষার্থীদের ভয় না পেয়ে ভালোভাবে পড়াশোনা করার জন্য বলেন। প্রতিষ্ঠানের সুপার জনাব, আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ের গুজবে শিক্ষার্থীদের মনে একটি ভীতি কাজ করছে তাই শিক্ষার্থীদের সচেতনতার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা একটি সুনামধন্য প্রতিষ্ঠান। প্রতিবছর অত্র প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল অর্জন করছে। এ বছর এস এস সি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ০৭ জন A+ অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *