জামালপুরে বন্যা পানি আবারও বাড়ছে, চলছে ত্রাণ তৎপরতা
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের বন্যা পানি আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্প্রতিবার সকালে বাহাদুরা ঘাট পয়েন্ট যমুনার পানি ১১সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৫সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলার ৭উপজেলার লাখ লাখ বন্যা আক্রান্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকা মানুষের মধ্যে ত্রাণ ও গবাধী পশুর খাদ্য সংকট চললেও সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে বুধবার দুপরে জাামলপুরের সবচেয় বেশী বন্যা কবলিত এলাকা ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গুঠাইল পাইলিং ঘাটে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি’র চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি’র মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি অন্যদিকে একই দিন স্টার্ট ফান্ড বাংলাদেশ ও এইড এর সহায়তায় ইসলামিক রিলিফ ইন্টারন্যাশনাল বাস্তবায়নে বুধবার ইসলামপুরে চিনাডুলি ও বেলগাছা ইউনিয়নের ১২শ ৩০জন বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।