বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ৮ ঘণ্টা ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে দু’দেশের মধ্যে আমদনি-রফতানি বাণিজ্য। বেনাপোল বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল সেদেশের বিভিন্ন সংগঠনের মাঝে। বেশ ক’টি আল্টিমেটাম দেয়ার পর সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের জণ্য দু’দেশের মধ্যে বন্ধ করে দেয় আমদানি-রফতানি বাণিজ্য। ফলে বন্ধ হয়ে যায় আমদানি-রফতানি বাণিজ্যিক সকল কাজকর্ম।
এর আগে বেনাপোল হাউসে দুপুরের দিকে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। বক্তব্য রাখেন, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, সহকারী কমিশনার উত্তম চাকমা, এসোসিয়েশন’র সাবেক সভাপতি আলাহজ্ব শামসুর রহমান, খাইরুজ্জামান মধু, মহসিন মিলন, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এদিকে, বেনাপোল বন্দরে কাজকর্ম ছিল স্বভাবিক। সকাল থেকে মালামাল ওঠা নামা ও খালাশ হয়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভার অসিত বিশ্বাস বলেন, ‘আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানি হতে হয়। তারা বকশিস এর নামে জোর করে টাকা আদায় করে। এসব সমস্যা সমাধান না হলে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *