ভোলাহাটে অবৈধভাবে খাল দখল করায় জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী
বি.এম রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার: ভোলাহাটে অবৈধভাবে এবং অনৈতিকভাবে খাল দখল করায় জনদুর্ভোগে অতিষ্ঠ হয়ে পড়ছে সমগ্র এলাকাবাসী।ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নাধীন মুসলীমনগর-ইমামনগর ভায়া সুরানপুর এবং বিলভাতিয়া অভিমুখে প্রবাহিত খালটি পুরোপুরিভাবে দখল হওয়ায় রাস্তায় জলাশয় সৃষ্টির ফলে জনদুর্ভোগ আজ চরমে।খালটিতে মাটি ভরাট করে একটি কুচক্র মহল বাড়ি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছে।ফলে রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।এলাকাটি বৃহত্তর হওয়ায় স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া সহ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে বলে এলাকাবাসী জানান।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে লিখিতভাবে এলাকার জনগণ অভিযোগ করলে সমস্যা নিরসন করার চেস্টা করব।উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন কে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা আমি খুব শিঘ্রই সরজমিন গিয়ে সমস্যাটি নিরসন করব।এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন আমি বারবার খালটি পূনরুদ্ধারের চেস্টা করে ব্যর্থ হওয়ায় ইউএনও কে বিষয়টি জানিয়েছি।তবে এলাকাবাসীর অভিযোগ আমরা সবসময় সকল পর্যায়ের জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কাজের কাজ কিছুই হয়না।বর্তমানে বর্ষাকাল হওয়ায় অনতিবিলম্বে মানবসৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সবার কাছে সহযোগিতা চান এলাকাবাসী।