ঝিনাইদহে সার কারখানা সীলগালা, মালিকের জেল ও জরিমানা
সাইফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি: দুর্নীতি আর মানুষ ঠকানো যেন আমাদের সামাজে একটা প্রচলিত ব্যদী হিসাবে ঠায় নিয়েছে। ঠিক তেমনি করেই ঝিনাইদহে সার তৈরীর একটি অবৈধ কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিককে এক মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে সদর উপজেলারর এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার ১৬ মাইল নামক স্থানে অভিযান চালায় তারা। এসময় রাসায়নিক সার তৈরীর বিপুল পরিমান বিভিন্ন উপাদান জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আসাদুল ইসলামকে। পরে আদালত বসিয়ে আসাদুলকে ১ মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সীলগালা করে আদালত। আসাদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।