ইটনায় মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে ইঞ্জিন চালিত নৌকা ও জাল বিতরণ।
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের ইটনা উপজেলায় বুধবার দুপুরেসেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন জীবিকা ইটনা প্রকল্পের সদস্যদের মৎস্য আহরণের সুবিধার্থে ১২০ জন সদস্যকে ৪০টি ইঞ্জিন চালিত নৌকা ও তিন প্রকারের ৪০ সেট জাল বিনামূল্যেবিতরণ করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) মাননীয় সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতির জৈষ্ঠ্য পুত্র রেজুওয়ান আহাম্মেদ তৌফিক। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার সাইফ্লু ইসলাম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইটনা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।