পীরগাছা প্রতিনিধি: ‘আলোর ফেরিওয়ালা’ সাইনবোর্ড ভ্যানের সামনে লেখা । পল্লী অঞ্চলে এই ভ্যান লোকজন দেখে এগিয়ে যাচ্ছে সাধারন মানুষ। কাছে গিয়ে তারা জানতে পারছে, এরা আসলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ফেরি দল। নিয়ম মেনে এই ভ্যান থেকেই দেওয়া হচ্ছে নতুন সংযোগ। বুধবার এই কার্যক্রমের আওতায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল নিজেই উপজেলার কান্দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতি শ্রুতি বাস্তবায়নের বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ চলছে। তবে পল্লী এলাকায় ঘরে ঘরে অল্প সময়ে বিদ্যুৎ দেওয়ার এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলছে। কোনো দালাল ছাড়াই নতুন গ্রাহক কাঙ্ক্ষিত বিদ্যুৎ-সংযোগটি পেয়ে যাচ্ছেন। গত সোমবার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) নুরুর রহমান সরেজমিনে উপজেলার কান্দির বাজার পরিদর্শন করেন। এসময় তিনি প্রত্যেককে মিটার দেয়ার প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে বুধবার গ্রাহকের নিকট গিয়ে তৎক্ষণাত সংযোগ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, আব্দুল রব খান লুলু ও সাংবাদিক মোখলেছুর রহমান ও সাংবাদিক আমিনুল ইসলাম বুধবার বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছেন কান্দির বাজারের ব্যবসায়ীরা। তাররা জানান, অনেক ঘুরেও বিদ্যুৎ পাচ্ছি না। সেখানে এত সহজে বিদ্যুৎ পাওয়া যাবে, ভাবতেই পারিনি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ –পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য এখন পল্লী বিদ্যুতের লোকজন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এই উদ্যোগে আমরা উপজেলার সবাইকে বিদ্যুতায়নের আওতায় আনতে চাই।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) নুরুর রহমান বলেন, ‘আমরা নিজেদের উদ্যোগেই বিদ্যুৎ– সংযোগ প্রদান করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *