বাংলাদেশ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ২.২ লাখ কোটি টাকা

অপরাধ তথ্যচিত্র ডেক্স: আদালতের নির্দেশে খেলাপী ঋণের ব্যাপারে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ তালিকা দখিল করেন। প্রতিবেদনে তারা বলেছে, গত ২০ বছরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। আদায়যোগ্য ঋণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা, বিভিন্ন আদালতের আদেশে আটকে আছে ৮০ হাজার কোটি টাকা ও অবলোপন করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে ১০ হাজার ৪৭৬টি হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়েছে। মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপি ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ নেওয়ার সুযোগ পাবেন—কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালার কার্যক্রমের ওপর ২১ মে জারি করা স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন আদালত। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন, এডভোকেট মুনীরুজ্জামান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন, এডভোকেট মনজিল মোরসেদ। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষে রিট আবেদনের পর ঋণ খেলাপীদের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *