সাপাহারে এম চৌধুরী প্যালেসের নবনির্মিত ভবনের সুয়ারেজ, পানির লাইন ও ওয়াল নির্মাণকালে ভেঙ্গে ফেলার অভিযোগ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সদরের এম চৌধুরী প্যালেস নামের একটি নবনির্মিত ভবনের সুয়ারেজ, পানির লাইন ও ইটের ওয়াল নির্মাণকালে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। সদরের সাপাহার-নজিপুর সড়কের পেট্রল পাম্পের পাশে নবনির্মিত ভবন এম চৌধুরী প্যালেসে মঙ্গলবার বিকেল ৫টায় হঠাতি আক্রমন করে ভেঙ্গে ফেলে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন করা হয়েছে। এম চৌধুরী প্যালেসের মালিক আল মামুন চৌধুরী অভিযোগ করেন, লালমাঠিয়া (গোডাউনপাড়া)’র গ্রামের রশিদ ড্রাইভারের স্ত্রী মারজানা, জাহাঙ্গীর আলম, শাহীদা, সালমা, শিল্পী সহ প্রায় ৫০ জন পুরুষ-মহিলা এম চৌধুরী প্যালেসে এসে মালিক পক্ষের লোকজনদের হুমকী, অকথ্য ভাষায় গালি গালাজ সহ নবনির্মিত ভবনের সুয়ারেজ, পানির লাইন ও ইটের ওয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাপাহার থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে এম চৌধুরী প্যালেসের মালিক আল মামুন চৌধুরী জানান।