সুজানগর চিনাখড়া যাতায়াতের বিকল্প সড়ক বন্ধের পথে

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার খয়রান এলাকায় নির্মিত কলভাট ভাঙ্গার কারণে চিনাখড়া যাতায়াতের একমাত্র বিকল্প সড়ক বন্ধের পথে প্রায়। এলাকাবাসী জানান স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে ৩ বছর পূর্বে সুজানগর থেকে চিনাখড়া যাবার বিকল্প পথে মধ্যে খয়রান নামক স্থানে বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নির্মিত করা হয় এই কালভাট টি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান অতি নি¤œমানের মালামল দিয়ে কালভাট নির্মাণ করেন। এ কারণে কালভাট নির্মাণের কিছু দিন চলাচলের পরে কালভাট টি মাটির নিচে এক প্রান্ত দেবে যায় ও উপরের এক অংশের ঢালাই ভেঙ্গে রড বের হয়েছে গেছে, এ ব্যস্ততম সড়কটিতে মাইক্রবাস, সিএনজি, নসিমন-করিমন, অটোরিক্সা চলাচল সহ বিভন্ন কৃষি পণ্য আনা নেওয়া করেন ঔ অঞ্চলের কৃষকরা। পথচারি রাকিবুল হাসান জাদু জানান সুজানগর থেকে চিনাখড়া যাতায়াতের মূল সড়কটি ৪/৫ মাস আগেই চলাচলের অনুপযোগী হওয়াতে, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাবার একমাত্র বিকল্প সড়কটির কালভাট ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধের পথে। সড়কটির কালভাট ভেঙ্গে যানবহন চলাচল বন্ধ হয়ে যাবার আশংকায় পথচারি ও এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। এই কালভাট ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে র্দূঘটনা আশংকা রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান অতি দ্রুত কালভাট টি মেরামত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *