ঈদের ঘোরাঘুরিতে প্রাণ গেল ৩ রোহিঙ্গা যুবকের
অপরাধ তথ্যচিত্র ডেক্স: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় ৩ রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়া বালুখালীর জি ব্লকের মোহাম্মদ জুবাইর (১৭), একই শিবিরের সি-ব্লকের মোহাম্মদ ইদ্রিস (৩০) ও নূর মোহাম্মদ (৪০)। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৭ রোহিঙ্গা। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. টিটু চন্দ্র শীল। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ঈদ আনন্দ উদযাপন করতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ২০-২৫ জন রোহিঙ্গা যুবক একটি পিকআপ ভ্যানে করে মেরিন ড্রাইভে ঘুরতে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি গতি হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ রোহিঙ্গা যুবক নিহত হন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘মেরিন ড্রাইভে বিকেলে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি করে রোহিঙ্গারা ঈদ আনন্দের জন্য বের হয় বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।’