স্বাধীনতা স্থপতির এক (০১) আদর্শের গবেষণা প্রতিবেদন, বঙ্গবন্ধুর আদর্শে ফিরে আসার আহবান গুণীমহলের

জামালপুর (সরিষাবাড়ী) প্রতিনিধি মোঃ খোরশেদ আলম: তরুণ প্রজম্মের হাতে এখন বাংলাদেশ এগিয়ে নেওয়ার শুভ পদ্ধতি গ্রহনের জিয়নকাঠি তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে, বঙ্গবন্ধুর এক (০১) আদর্শের মুক্তিযুদ্ধের ইতিহাস তৃণমূল পর্যায়ে যারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের বিষয়ে লব্ধ জ্ঞানী নন কেবল তাদের দৌঁড়-গোড়ায় বার্তা পৌছে দেওয়ার সমন্বয় সৃষ্টি করতে পারলে মূলত : তারুণ্যের প্রেরণা উদ্ভাসিত হবে। ধীরগতির আইন, বিচার ও শাসন তারুণ্য চাঞ্চল্যের দ্রুতগতির নির্ভেজাল সমাধান বঙ্গবন্ধুর এক (০১) আদর্শ বিশ্বাস করে। ১৯৭১ সালে তরুন মুক্তিযোদ্ধাদের মুক্তিকামী প্রেরণা দ্রুতগতির স্বাধীনতার অর্জন দেখিয়েছিল। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু কেবল তারুণ্য শক্তিকে’ই উজ্জীবিত করেনি আরও উদ্বেলিত করেছিল গবেষক, বুদ্ধিজীবি সহ আবাল বৃদ্ধ বনিতার ঝিমিয়ে পড়া অন্তর্ধ্যানকেও। তরুনদের বঙ্গবন্ধুর এক (০১) আদর্শমুখী হওয়া জরুরী এবং কর্র্তৃত্ত্ববাদীর পদাঙ্ক অনুসরন না করার অনুরোধ জানিয়েছেন গুণীমহল। কেননা রাষ্ট্র, সরকার ও জনগন এবং আইন, বিচার ও শাসন এর কর্তৃত্ত্ববাদ পদ্ধতির অপ-নীতির (-১) উপস্থাপন রাষ্ট্রীয় সরকার বিলুপ্তীর সন্ধিক্ষনে নিজেই কর্তার ভূমিকা নেয় এবং স্থপতির এক (০১) আদর্শের রাষ্ট্রীয় সরকার বিলুপ্তীতির যে অপনীতির (-১) উপহার দিয়েছিল কর্তৃত্ত্ববাদীরা আসলে তা ছিল মহাপ্রহাসনের ঐপেনিবেশিক ষড়যন্ত্র, যে বৈরী নীতির আদর্শকে বঙ্গবন্ধু মেনে নেয়নি বলে বঙ্গবন্ধু হত্যার মূল কারণ বলে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক ঐপেনিবেশিকতায় চিহ্নিত করা হয়েছে। তরুণরা জাতীয় প্রজম্মের পথের দিশারী। বঙ্গবন্ধুকে যে অপশক্তি (-১) কর্তৃক হত্যা করা হয়েছে সে অপশক্তির প্রনোদনাতেই যদি জাতির জনকের হত্যার বিচার পেতে চায় বাংলাদেশ তবে তরুণদের জাতীয় জ্ঞান বিভ্রমের শিকারে পতিত হবে ও বঙ্গবন্ধুর এক (০১) আদর্শ বিবর্জিত হবে বলে তরঙ্গনীতির গবেষণাগার থেকে জানানো হয়েছে। তরুণ প্রজম্মকে যে অভিনব সাজে সাজানোর অভিপ্রায়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা গেছে মূলত: সে আকাঙ্খা দেশ, জাতি ও মানব কল্যাণের প্রত্যাশা পূরণের অঙ্গিকার অনেকাংশে বঙ্গবন্ধুর এক (০১) আদর্শের পরিপন্থি ধারায় যেন মোড় নিতে না পারে সে দিকে বিশেষ লক্ষ্য রাখাও দরকার। তরুণরা দেশের ভবিষৎ কর্ণধার কিন্তু, দেশ সমৃদ্ধির তরুণ নেতৃত্ত্ব যদি তৃণমূলে আরও তরুণদের প্রতিনিধিত্ত্ব করার সুযোগ করে দেয় তবে, ক্ষমতায়ণের কর্তৃত্ত্ব পরায়ন দাম্ভিকতার জের অধিকাংশ তৃণমূলকর্মীর নেতৃত্ব দারিদ্র্য মোচন, উন্নয়ন ও সংস্কারকে বিলুপ্তির প্রাক্কালে আতœ-লোভী কর্তৃত্ত্ববাদীর সৃষ্টি সমেত জন-দূর্ভোগ বাড়িয়ে তুলতে পারে বলে জানিয়েছেন অন্তরালের গুণীরা। জামালপুর এমপি’র -০৪ আসনের জনপ্রতিনিধি ডা. মুরাদ হাসানের স্বাস্থ্য থেকে তথ্যে স্থানান্তর জাতীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মর্যাদাকে আন্তজার্তিক তথ্য প্রতিমন্ত্রীর মর্যাদায় উন্নিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মন্ত্রীত্ত্বের রদবদলের বিষয়বস্তু সর্ম্পকে জনগণ বোধগম্যহীনতায় রয়েছে। তরুণ প্রতিভাবান এ তথ্য প্রতিমন্ত্রীকে বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরার অনুরোধ জানিয়েছেন গবেষণালব্ধ গবেষণাগার । ডা. মুরাদ হাসান কর্তৃক তৃণমূল এর প্রভাবন্বিত প্রতিনিধিরা যেন রাষ্ট্র ও সরকারের তথ্য বিলুপ্তির ভূমিকায় বেপড়োয়া ও সাংঘর্ষিক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে তার দিকে শুভ দৃষ্টিপাত রাখতে বলা হয়েছে। তৃণমূলের কর্তৃত্ত্ব পরায়নরা যদি কর্তৃত্ত্ববাদীর ভূমিকা অব্যাহত রাখার দাম্ভিকতায় রাষ্ট্র ও সরকারের তথ্য বিলুপ্তি সমেত জনদূর্ভোগ সৃষ্টির মনস্থিরে চলমান ভূমিকা রাখতে চায় তবে স্বাধীনতা স্থপতির এক (০১) আদর্শের সৈনিকদের উপযুক্ত বিচার কর্তৃত্ত্ববাদীর জন্য আরও বেশী যন্ত্রনাদায়ক অধ্যায়ের সৃষ্টি করতে পারে বলে গবেষণা মহল থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *