সান্তাহারে নারায়ন পারিবারিক মন্দিরে চুরি হওয়া মুর্তিগুলো উদ্ধার ! গ্রেফতার-৪

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লায় অবস্থিত নারায়ন পারিবারিক মন্দিরে চুরি হওয়া মুর্তিসহ সব মালামাল উদ্ধারসহ চার চোর কে গ্রেফতার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান। গ্রেফতারকৃতরা হচ্ছে, রনি হোসেন (১৮) সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার মৃত: আবু বক্কর সিদ্দিকের ছেলে, দু:খু মিয়া (২২) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পলিআমেশাপুর গ্রামের আইনুল হকের ছেলে, সাগর হোসেন রানা (১৮) বগুড়ার সান্তাহার পৌর শহরের মাইক্রো ষ্টান্ডের দুলাল হোসেনের ছেলে, নুর ইসলাম (৫০) নওগাঁ জেলার পার-নওগাঁর মৃত: রমজান খানের ছেলে বলে জানা গেছে। সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানায়, শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার রনি হোসেন গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে সঙ্গীয় র্ফোস নিয়ে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু:খু মিয়া ও সাগর হোসেন রানা কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে নওগাঁ জেলার পার-নওগাঁয় নুর ইসলামের ভাঙ্গারীর দোকানে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরি হওয়া পুজার কাজের ব্যবহার করা ২টি কাঁসার থালা, ২টি পিতলের থানা, পিতলের ঘটি ১টি, তামার ঘটি ১টি, বড় ২টি লক্ষী নারায়ন মুর্তি, ৩টা গোপাল মুর্তি, ১টা হুনমান মুর্তি, ১টি গনেশ মুর্তি, মুকুটসহ সব মালামাল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই চার চোর কে পুলিশ শনিবার দুপুরে বগুড়া জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *