পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোলার হাট বাজারের ঈদগাহ মাঠ দখল করে মার্কেট নির্মান

পিরোজপুর প্রতিনিধি: জেলার নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের ঘোলার হাট বাজারের খাস জমি দখলকারীদের কাছ থেকে এখনও উদ্ধার হয়নি । ঐ বাজারেই তালতলা নদির চরের উপর থাকা মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ দখল করে কয়েকজনে নির্মান করেছেন ব্যবসায়ীক স্থাপনা । এসব ব্যবসায়ীক স্থাপনা ( মার্কেট ) নির্মান হওয়ায় স্থানীয় পর্যায় জন সাধারনের মাঝে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে । আসন্ন ঈদের নামাজ দখল হয়ে যাওয়া ঈদগায়ে অনুষ্ঠিত হবে কিনা এনিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে । সরেজমিনে গিয়ে উপজেলার যুগীয়া গ্রামে অবস্থিত প্রায় দুই শত বছরের পুরানো ঘোলার হাট বাজার । বহু আগে মৃত প্রিয়নাথ মন্ডলের পূর্ব পূরুষরা এ বাজারের জন্য ৫০শতাংশ জমি দান করেন । অপরদিকে তালতলা নদির তীরে দিন দিন নদির চরভরাট হয়ে বর্তমানে এ জমির পরিমান প্রায় চার শত একরে দাড়িয়েছে । বাজারের পশ্চিম দিকে নদি সংলগ্ন খাল ঘেষে গড়ে ওঠে ঘোলার হাট বাজার জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ । কিন্তু বেশ কিছুদিন আগে যুগীয়ার মোসলেম সিকদারের পূত্র মহসিন সিকদার ২টি, সিংখালীর মন্নান শেখের পূত্র নাছির ১টি এবং যুগীয়ার মৃত পরশ তরুয়ার পুত্র সতীস তরুয়া ১টি ঘর সহ কয়েক ব্যক্তি মিলে মিশে দাপট খাটিয়ে সেই ঈদগাহ মাঠ দখল করে নেয় ।স্থানীয়রা এতে বাধা দিলে দখলকারীরা বেপরোয়া হয়ে ওঠে । তারা শক্তির দাপট খাটিয়ে প্রতিরোধকারীদের নানা ভাবে হেনস্তা করতে থাকে । বর্তমানে সেই ঈদগাহ মাঠে টিন শেডের পাকা ভবন রয়েছে দখলদারীদের। ঈদগাহ মাঠ সংস্কারের জন্য বিগত দিনে ১টন চাল বরাদ্ব দেয়া হয়েছিল । ভ’মি দস্যুদের হাত থেকে ঘোলার হাট বাজারের জমি উদ্বার এবং সেখানে রাসেল স্থৃতি খেলার মাঠ বরাদ্ব পাইবার জন্য স্থানীয় মোঃ রুহুল আমীন উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার গত ২৩ এপ্রিল উপজেলা ভুমি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন । পরে ২৪ এপ্রিল উপজেলা ভুমি কর্মকর্তা জনাব মিজানুর রহমান ঈদগাহ মাঠ সহ বাজার এর অন্যান্য সরকারী সম্পত্তি দখলকারী মিলিয়ে মোট ৯জনকে ৩দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের নোটিশ দেন । কিন্তু বেধে দেয়া সময়সীমা পার হলেও দখলকারীরা স্থাপনা সরিয়ে না নেওয়ায় যুগীয়ার মৃত আঃ ছত্তারের পুত্র শামিম গাজী অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৯মে জেলা প্রশাসক বারাবর আবেদন করেন । এতকিছুর পরও বাজার থেকে অবৈধ স্থাপনা অপসারন হয়নি । এছাড়া বাজারের মসজিদ সংলগ্ন খাল ভরাট করে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি পাকা ভবন নির্মান করেছেন । এব্যপারে ঈদগাহ সংলগ্ন ব্যবসায়ী মোঃ আবু সাঈদ শেখ বলেন আমরা এখানে ঈদের নামাজ পরেছি । দখলকারীরা ঈদগাহ দখল করেছে । ব্যবসায়ী আবুবকর সরদার বলেন এখানে ঈদদগাহ মাঠ ছিল। যুগীয়ার মৃত ওমেদ আলী শেখের পুত্র সমাজসেবী মোঃ সামছুল আলম বলেন এখানে কচুক্ষেত ছিল মাটি ভরাট করে ঈদগাহ মাঠ তৈরি করা হয়েছে । টি, এন, ও অফিস থেকে ১টন চাল বরাদ্ব পাওয়া গিয়েছিল । ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন বেেলন আমি এই ঈদগাহ মাঠে নামাজ পরেছি । স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছিম শেখ বলেন ৭/৮ বছর আগে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইমাম মোঃ কেরামত শেখ বলেন আমার ইমামতিতে ১৪/১৫ বছর আগে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
এ ব্যপারে নাজিরপুর উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন , ইতি মধ্যে একজন দোকান সরিয়ে নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন বাকিরাও সরিয়ে নিবেন , যদি অন্যরা দোকান না সরায় তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *