“এবার ভালো কিছুই করবো”- সাকিব
অপরাধ তথ্যচিত্র ডেক্স: এবার বিশ্বসেরা হয়েই বিশ্বকাপে যাচ্ছেন দেশের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। আফগান লেগ স্পিনার রশিদ খানকে দুই নম্বরে নামিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর অলরাউন্ডার খেতাব পেয়েছেন সাকিব। বিশ্বকাপের আগে এমন উন্নতি তাকে নিশ্চিতভাবেই আরও আত্মবিশ্বাসী করবে। আর মাত্র ৬ দিন। এর পরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মূল পর্ব। তার আগে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের নানা দিক ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সাকিব। তবে তার মতে, শুধুমাত্র ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই শিরোপা জেতা যায় না। নির্দিষ্ট দিনে সেরাটা উজাড় করে দিতে হয়। সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ইংল্যান্ড ও ভারত অবশ্যই ফেবারিট। মরগান ও কোহলিরা এই ফরম্যাটে অবশ্যই শাসন করার জন্য প্রস্তুত। তার মানে এই নয় যে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট জিততে হলে কঠোর সাধনা করতে হবে।’ ‘সত্যি বলতে এ মুহূর্তে প্রতিটি দলই ফাইট করার জন্য প্রস্তুত। মাঠে যারা ভালো করবে তারাই এগিয়ে থাকবে।’ বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘এই সময়ে আমাদের নিশ্চিত সুযোগ আছে বিশ্বকাপ জেতার। কিন্তু টুর্নামেন্টে ভালো খেলার জন্য আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে মানসিকভাবে নিজেদের দৃঢ় রাখা। আত্মবিশ্বাসকে চাঙ্গা রাখা। আর ধারাবাহিকভাবে পারফর্ম করা। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমিফাইনাল খেলতে পারবো।’ শুধু সেমিফাইনাল পর্যন্তই ক্ষ্যান্ত থাকতে নারাজ সাকিবের চোখ। স্বপ্নটা যে আরও দূর পর্যন্ত। সাকিব বলেন, ‘দলীয়ভাবে পারফর্ম করতে পারলে অবশ্যই নকআউট পর্ব পেরিয়ে আরও সামনে এগিয়ে যাবো আমরা। আমি আত্মবিশ্বাসী, এবার ভালো কিছুই করবো।’ সাকিব বলেন, ‘আমি মনে করি এবারই বাংলাদেশের সামনে শিরোপা জেতার সত্যিকারের সুযোগ এসেছে। কিন্তু টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে বলতে হচ্ছে, আমাদের নিয়মিত ভালো করতে হবে।’