ঝিনাইদহ ডাকবাংলায় আবার ও দোকানে চুরি কিছুতেই রোধ করতে পারছে না প্রশাসনসহ বাজার কমিটি , সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর, ধরিয়ে দিতে পরলে পুরস্কার
সাইফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটেছে । এ চুরি কিছুতেই রোধ করতে পারছে না প্রশাসনসহ বাজার কমিটি। এ চুরির ঘটনার পূর্বেও আরো চুরি হয়েছে এ বাজারে। সম্প্রতি গত কয়েক মাসের মধ্যে চুরি হয়েছে, ডাস্-বাংলা এজেন্ট ব্যাংক,মেসার্স তুষার স্যানিটারী,চান্দু ইলেকট্রনিক,দিব্য বিকাশ ঘর। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ড ইলেক্ট্রনিক দোকানের টিন কেটে চুরি করে নিয়ে যায় ৭টি মোবাইল, ৮৫ পিস মেমোরীসহ নগদ ৯০ হাজার টাকা। সম্প্রতি লাগানো ৩টি সিসি ক্যামারা, চোর ঘরে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে ফেলে, তাদের অজান্তে থেকে যায় ১টি সিসি ক্যামেরা, দেখা মেলে চোরের দীর্ঘ ১ ঘন্টা চুরির অভিযানের প্রায় সবটুকুই। দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানায়, চোরকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় এনে দূষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।