বীরমুক্তিযোদ্ধা সাজেদ চলে গেলেন না ফেরার দেশে
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১ রণাঙ্গনের বীরসৈনিক মোঃ সাজেদ আলী দীর্ঘদিন ধরে অসুখ-বিসুখে ভোগার পর বৃহস্পতিবার (সেহরীর পুর্বে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…………..রাজিউন।) মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে, নাতিপুতিসহ অসংখ্য বন্ধুবান্ধব-আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা সহকর্মীবৃন্দ এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের মৃত শেরমহম্মদ শাহ্’র ছেলে। মৃত্যুর পরের দিন বাদ জুমআ বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মৃতের গার্ড অফ ওর্নার শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে-সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা একরাম আলী, আফসার হোসেন, আজাহার আলীসহ ইউপি সদস্যগণ, এলাকার সকলস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাযা শেষে মৃতকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।