কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের রেশ না কাটতেই র্যাবের হাতে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
আহসান হাবিব লেলিন স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ২২২ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে মাদক ছাড়ার শপথ গ্রাহনের ২ দিন পর র্যাবের অভিযানে ৯৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে দুই জন কে । কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া নামক জায়গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ৯ মে কুষ্টিয়া র্যাবের -১২ সিপিসি-১ এর একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকে রাখা তিনটি বস্তায় ৯৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে র্যাব জানান। সাংবাদিক সন্মেলেনে র্যাব জানায়, সাতক্ষীরা থেকে ফেনসিডিল বোঝাই বস্তাগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল। গোপন সংবাবের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই ট্রাক টিকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে ট্রাকে তল্লাসী করে বস্তা ভর্তি অবস্থায় ৩ বস্তা উদ্ধার করে। বস্তা ৩ টি খুলে বস্তা ভর্তি করে পাচারের জন্য রাখা ৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এময় ট্রাকে থাকা মাদক পাচারকারী খুলনা সাতক্ষীরার ইসলামপুরের আব্দুল করিমের ছেলে সাহেব আলী (২৩) ও একই জেলার দেবহাটা পারুলিয়া গ্রামের আব্দুল খায়ের ছেলে মামুন হোসেন (৩২) কে আটক করা হয় বলে জানান র্যাব -১২ সিপিসি ১ এর লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন। এ দিকে গত ৬ মে কুষ্টিয়ায় আনুষ্ঠিকভাবে ২২২ জন মাদক ব্যবসায়ী আত্মসর্মপণ করে শপথ নেন। এর রেস কাটতে না কাটতেই মাত্র ২ দিন পরেই মাদকের বড় চালানসহ মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় কুষ্টিয়া জুরেই আলোচনা-সমালোচন চলছে। বড় বড় মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করে তাহলে কি লোক দেখানো কিছু মাদক সেবী ও ব্যবসায়ীরা আত্মসমর্পণ করছে এমনটিই মন্তব্য ছুড়ে দিচ্ছেন সচেতন মহলের মানুষরা।