সান্তাহারে সোনার দোকানে চুরি করতে এসে আটকা পড়ে চোর
আদমদীঘি প্রতিনিধি : শনিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মালা সিনেমা হল রোডে শাহ সুলতান মাকের্টে রিমঝিম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে চুরি করতে এসে দোকানে আটকা পড়ে পুলিশের হাতে আটক হয়েছে সাগর হোসেন (২২) নামের এক চোর । এ সময় অন্য চোরেরা দোকান থেকে সিন্দুক ভেঙে সোনা ও রুপার গয়না’সহ প্রায় অর্ধ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক সান্তাহার পুলিশ ফাঁড়িতে অবহত করেছেন । দোকান মালিক হায়দার আলী জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকানের কাজ শেষ করে বাসায় চলে যান। রোববার সকাল বেলা দোকান খুলে দেখেন একটা লোক দোকানে ভিতরে জড়োসড়ো হয়ে বসে আছে। তাকে দেখে সে চিৎকার করে ওঠে, চিৎকার শুনে পার্শ্ববর্তী দোকানিরা এসে চোর কে রশি দিয়ে বেঁধে ফেলে। দোকান ঘর এলোমেলা হয়ে আছে। সিন্দুক ভাঙা, সিলিং কাটা, জিনিস পত্র এলোমেলো হয়ে ছিটিয়ে পড়ে আছে। চোরেরা দোকানের ছাউনির টিন কেটে ভিতরে ঢুকে প্রায় অর্ধ লাখ টাকার সোনা ও চাঁিদর গয়না চুরি করে নিয়ে গেছে। দোকানে আটকে পড়া চোর সাগর হোসেনের সাথে কথা হলে সে জানায়, সোহেল, রাসেল নামের দুই জন আমাকে বগুড়া থেকে সান্তাহারে চুরি করতে নিয়ে আসে। শনিবার রাত ১১টায় বগুড়া থেকে করতোয়া ট্রেন যোগে সান্তাহার এসে নামি। এরপর সান্তাহারের সোহেল ও রাসেল কে সাথে নিয়ে স্টেশনের ওভার ব্রিজের ওপর উঠে পরিকল্পনা মাফিক গভির রাতে ওই স্বর্ণের দোকানে টিনের চালা কেটে তারা আমাকে দোকানের ভেতর নেমে দেয়। এ সময় সোহেল, রাসেল ওপরে ছিল। আমি দোকানের সব জিনিস পত্র নিয়ে ওই দুই জনকে দিলে তারা সে সব নিয়ে আমাকে দোকানের ভিতর রেখে পালিয়ে যায়। আমার পায়ের সমস্যার কারনে ওপরে উঠতে না পেরে দোকানের ভিতর আটকে যায়। আটক সাগর হোসেন বগুড়া রেলওয়ে সুইপার কলোনীর মৃত মঞ্জুর হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে সান্তাহার টাউন পুলিশ ফাঁিড়র পরিদর্শক আনিছুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির সাথে জড়িতদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।