শবে বরাতের রাত হবে ২১ এপ্রিল, সরকার পবিত্র শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করেছে আগামী ২২ এপ্রিল
অপরাধ তথ্যচিত্র ডেক্স: বুধবার (১৭ এপ্রিল) নির্বাহী আদেশে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৯ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ৮ এপ্রিল। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২১ এপ্রিল। এজন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ২২ এপ্রিল করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ২১ এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। অন্যদিকে শবে বরাতের ছুটি ২২ এপ্রিল। এতে রবি ও সোমবার দুদিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।