ঝিনাইদ সদর নলডাঙ্গা পান বাজারে খাজনা বেশি আদায়ে বিক্ষুব্ধ পান ব্যবসায়ীরা

সাইফুল ইসলাম,ডাকবাংলা প্রতিনিধি: বেশি খাজনা আদায়ের কারনে ঝিনাইদ সদর নলডাঙ্গা বাজারের পান ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নলডাঙ্গা পান বাজারে উপস্থিত পান চাষীদের বিক্ষোভ করতে দেখা যায়। হাট ইজারাদার বশির দফাদারের ছেলে শরিফুল ইসলাম অতিরিক্ত খাজনা আদায়ের কারনে পান চাষী ও ব্যবসায়ীরা এই বিক্ষোভ কর্মসূচী পালন করে থাকে। নলডাঙ্গা ইউনিয়নের স্বনামধন্য এই হাট-বাজারটি দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ভান্ডারকে তরান্বিত করে আসছে। প্রতি শনি ও মঙ্গল বার হাট বসলেও অন্যান্য দিনও থাকে জমজমাট। দূর-দূরান্ত থেকে পান চাষী ও বিভিন্ন ব্যবসায়ীদের সমাগম ঘটে থাকে হাটের বিশেষ দিনগুলিতে। পান চাষী কালীগঞ্জ থানাধীন গোপালপুর গ্রামের এমশের,কউসার,দুধরাজপুর গ্রামের রমজান,আতর আলী,মামুন,মুক্তার,গুটিয়ানী গ্রামের অজয়,তৈলকূপী গ্রামের মুন্সী,হরদেবপুর গ্রামের শুসীল জানান,আমরা ১০ টাকা করে খাজনা দিতাম আজ থেকে ২০ টাকা করে দিতে হচ্ছে। বেশি দামে হাট মালিক হাট কিনেছে বলে আমাদেরকে বেশি করে খাজনা দিতে হবে। পান চাষী দুধরাজপুরের মফিজুর ও গোপাল পুরের শম্বু জানান,এমনটি হলে আমরা পান বাজার কামারাইলের বটতলাতে নিয়ে যাব আমরা ১৪০ জন পান চাষী আছি। আমাদের কাছ থেকে জোর করে খাজনা নেওয়া হচ্ছে। হাট ইজারাদার শরিফুল বলেন,খাজনা ২০ টাকা করে নিয়েছি সবাই বসে বিষয়টি ঠিক করে নিব। ইতিপূর্বে নলডাঙ্গা মাছ বাজারের বসার জায়গাকে কেন্দ্র করে প্রতিটি মাছ ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার থেকে দশ হাজার টাকা নেওয়ার অভিযোগ আছে। পরবর্তীতে ঝিনাইদহ-৪ আসনের এমপি মহোদয়ের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়।
স্থানীয় পান চাষী ও মাছ ব্যবসায়িদের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। বাজারের মাছ চান্দী ও পান চাষীদের বিবাদমান সমস্যার আশু সমাধানের জন্য স্থানীয় জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন বাজার কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *