সিবলু-কমা’র মাদক ব্যবসা’র নতুন কৌশল ইমু
স্টাফ রিপোর্টার: একদিকে মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কঠোর হুশিয়ারী দিলেও অন্যদিকে এখনো বীরদর্পে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা পুল পাড় এলাকার আবদুস সামাদ মিয়ার ছেলে সিবলু ও সোনাচড়া স্কুল ঘাট এলাকার পচা মিয়ার ছেলে কামাল হোসেন ওরফে কমা। এক সময় দুর্ধর্ষ এ মাদকদস্যূরা প্রকাশ্যে মাদকের আখড়া পরিচালনা করলেও ইদানীং তারা ভিন্ন পন্থা অবলম্বন করে বিশেষ করে মোবাইলের ইমুর মাধ্যমে তারা এসব ব্যবসা চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্র জানায়। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক বাসিন্দা জানান,উল্লেখিত সিবলু ও কামাল ওরফে কমা দীর্ঘ দিন ধরে এলাকায় গাঁজা,ইয়াবা ও ফেন্সিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছে। সিবলুর বিরুদ্ধে ধর্ষণ,ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। কামাল ওরফে কমা’র বিরুদ্ধে ডাকাতি ও মাদকের অসংখ্য মামলা রয়েছে বন্দর থানায়। সম্প্রতি স্থানীয় ধামগড় ফাঁড়িতে দারোগা নাহিদ ও দারোগা কামরুলের তৎপরতার কারণে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসার কৌশল পরিবর্তণ করেছে। বর্তমানে তারা মোবাইল ইমুর মাধ্যমে যোগাযোগ করে এসব মাদক বিক্রির কুকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ভয়ানক এ মাদক ব্যবসায়ী গংয়ের কবল থেকে রেহাই প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে।