ঘারমোড়ায় শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কমিটির ৮ সদস্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ বন্দরের ৮ নং ঘারমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিতো অভিযোগ দাখিল করেছে ম্যানেজিং কমিটির ৮ সদস্য। বিদ্যালয়ের সভাপতির সাক্ষর জালিয়াতি করে ব্যাংক থেকে প্রায় লক্ষাধিক টাকা আতœসাৎ,স্বেচ্ছাচারিতা,দায়িত্বহীনতা ও অনিয়মসহ ১৭টি সুনির্দিস্ট অভিযোগে উত্থ্যাপন করে অই অভিযোগটি দাখিল করা হয় অভিযোগে উল্লেখ করা হয় , আমেনা খাতুন ২০১৩সালেএই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অব্যাহতভাবে দূনীতি,স্বেচ্ছাচারিতা,অনিয়ম,দায়িত্ব পালণে অবহেলাসহ বিদ্যালয়ের সরকারি-বেসরকারি অর্থ আতœসাৎ করে আসছে। কমিটির পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করার পরও কমিটির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সে মনগড়াভাবেই তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুুযায়ী এক মাস অন্তর অন্তর ম্যানেজিং কমিটির সভভা আহবানের কথা থাকলেও নিজ উদ্যোগে তিনি সভা আহবান করেননা। কমিটির সদস্যরা কখনো কখনো সভা আহবান করলেও নানা অজুুহাতে সে সভায় অনুপুস্থিত থাকেন। প্রধাণমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বছরের পহেলা জানুয়ারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরন করা হলেও আামেনা খাতুন কেবল কিিতপয় শিক্ষককে নিয়েই বই বিতরণ কেের থাকেন এ কারণে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে। বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব তিনি কমিটির নিকট কখনো উপস্থাপন করেননা। সম্প্রতি সে বিদ্যালয়ের জন্য আসা ২০১৬-২০১৭,২০১৭-২০১৮অর্থবছরের স্লিপ বরাদ্ধের ৪০.০০০+৪০,০০০=৮০,০০০(আশি হাজার)টাকা এবং বিদ্যালয়ের পুুরাতন দো-চালা ঘর বিক্রির ৩২.০০০(বত্রিশ হাজার) টাকা কোন প্রকার রেজুুলেশন না করে ভাউচার ছাড়াই খরচ দেখিয়ে কিংবা ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদের সাক্ষর জালিয়াতি করে তা ব্যাংক থেকে উত্তোলন করে আতœসাৎ করে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বেশ কয়েকটি গাছ কেটে ২০ হাজার টাকা বিক্রি করা হয় সেই টাকাও আতœসাৎ করেন। বিদ্যালয়ের বিদু্যুৎ বিল বাবদ ১৫ হাজার টাকারও কোন হিসাব অদ্যাবধি দেননি তিনি। এ প্রতিষ্ঠানে যোগদানের আগেও ২০১৩সালে চুনাভূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধাণ শিক্ষক থাকাকালে অর্থ কেলেংকারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ভুক্তভোগ সদস্যরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট কর্তৃৃপক্ষের আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *