ভালাহাটে আগুনে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে মাইডসের আর্থিক সহায়তা প্রদান

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ্য দোকানদের মাঝে এনজিও সংস্থা মাইডসের আর্থীক সহায়তা প্রদান করেছে। সোমবার উপজেলার মান্নুমোড়ে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে পাল্লী উন্নয়ন প্রকল্প মাইডসের নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন প্রধান অতিধি ছিলেন হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে আর্থীক সহায়তা দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএমডির সিনিয়র উপসহকারী প্রকৌশলী একে এম আব্দুল মঈন,মাইডসের এরিয়া ম্যানেজার আব্দুল আওয়াল, আদাতলা শাখার ব্যবস্থাপক আল হেলাল,মান্নুমোড় শাখার ব্যবস্থাপক এমদাদুল হকসহ অন্যন্যরা। পরে ৬জন আগুণে পুড়ে ক্ষতিগ্রস্থ্য দোকানদের মাঝে মাইডসের পক্ষ থেকে নগদ ২৪হাজার টাকা সহায়তা করা হয়।এছাড়াও ক্ষতিগ্রস্থ্য দোকানদারদের মধ্যে ২জন মাইডসের সদস্যকে দেয়া লোনের সার্ভিস চার্জ মওকুফসহ ৫মাস কিস্তি বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়।এ সদস্যগন যদি স্বাবলম্বী হতে আবার ও লোন নিতে চান তবে তাদেরকে এ সহায়তা করা হবে বলেও জানান নির্বাহী পরিচালক।মাইডসের নির্বাহী পরিচালক এর পক্ষ থেকে হরিপুর ওয়াক্তিয়া মসজিদকে মাইক দেয়ার ঘোষনাও দেওয়া হয়। উল্লেখ্য উপজেলার মান্নুমোড়ে ২৬ মার্চ ৬টি বিভিন্ন দোকান আগুণে পুড়ে ছাই হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *