ভোলাহাটে ইউপি চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান। ৭ এপ্রিল নিজস্ব পরিষদে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইয়াজদানী জর্জ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৃতঃ আলহাজ্ব গোলাম মোস্তফার স্ত্রী রিজিয়া বেগম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে যে সব বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক। তিনি বলেন, আমি জনপ্রতিনিধি। আমার কাছে যে নাগরিক সেবা নিতে আসবে তাকেই নিয়মানুযায়ী নাগরিক সেবা দিতে বাধ্য। তারা নিয়মবর্হিভূত ভাবে উত্তোরাধীকার ক্ষমতা অর্পণ ফরমে স্বাক্ষর নেয়ার দাবী করে। তাদের নিয়মবর্হিভূত ভাবে স্বাক্ষর না দেয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তওে অভিযোগসহ বিভিন্ন ভাবে গালিগালাজ ও অপপ্রচার ও সংবাদ সম্মেলন করছে। তিনি বলেন, তিনি নিয়মানুযায়ী উত্তোরাধীকার ক্ষমতা অর্পণ ফরম নিলে আবেদন করতে হবে। আবেদনের পর সকল উত্তোরাধীকারগণকে নোটিশ অথবা মৌখিক ভাবে ইউনিয়ন পরিষদে উপস্থিত করে সকলের উপস্থিতিতে স্বাক্ষর করে দিবেন। তারা এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরর্পূবক ফরমে স্বাক্ষর করাবে অন্যথায় যে কোন ক্ষয়ক্ষতি করার হুমকি অব্যহত রেখেছে। তাদের মিথ্যা তথ্যদিয়ে সংবাদ সম্মেলন করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ। সংবাদ সম্মেলনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আইনাল হক, আহসানুল কবির, আতাউর রহমান,আলফাজ হোসেন, আলমগীর রেজা, আফরোজা বেগম ও মাহমুদা খাতুনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *