ভোলাহাটে আগুনে পুড়ে ছয়টি দোকানঘর ছাই মালিকদের মানবেতর জিবনযাপন
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎ সটসার্কিট থেকে ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে লাবনী বুক ডিপো স্টেশনারী থেকে এই আগুনের সুত্রপাত হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌছার আগেই দোকানঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে বইয়ের দোকান, ঔষুধের দোকানও ছিল। এতে করে পুড়ে যাওয়া ছয়টি দোকানঘরের আনুমানিক প্রায় তেরো লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকগুলো। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তের মাঝে ২ হাজার টাকা ও এক বস্তা করে চাল দিয়েছি এবং পরে পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনা করে আরো সহযোগিতা করা হবে। এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগীতা করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তরা জানান রাজ বহুমুখী ডেভেলপমেন্ট লিঃ প্রত্যেক দোকান মালিককে নগদ পাঁচ হাজার করে টাকা দিয়েছেন এবং তিনজনের নামে থাকা ঋণ মওকুফ করেছে।