পিরোজপুরের ভোটকেন্দ্র গুলোতে পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,পিরোজপুর প্রতিনিধি: আগামীকাল রোববার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে আজ। নির্বাচন কমিশন জেলার মঠবাড়িয়া উপজেলার নির্বাচন স্থগিত করায় ৭ টি উপজেলার মধ্যে ৬টিতে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিক দুপুর ১২টা থেকেই উপজেলাগুলো থেকে নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ করতে শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা। ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৪, ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। উপজেলাগুলোতে ৬ লক্ষ ৪০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহনের জন্য ২৯৭ জন প্রিজাইডিং, ১ হাজার ৬৫৫ জন সহকারী প্রিজাইডিং এবং ৩ হাজার ৩১০ জন পোলিং অফিসার কর্মরত থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ও আনসারের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি এবং ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ৬টি উপজেলার জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন পিরোজপুরেরর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *