উত্তরায় শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে বিক্ষোভ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট থেকে বৈশাখী নামের ১২ বছর বয়সী শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে, শিশুটিকে হত্যা করা হয়েছে অভিযোগে ওই ভবন ঘিরে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশ গৃহকর্তা রিফাতকে আটক করেছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনের ছয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত জনৈক রিফাত ফেরদৌসের বাসায় কাজ করতো বৈশাখী। বাসাটিতে স্ত্রী, এক সন্তান ও গৃহকর্মীকে নিয়ে থাকেন তারা। ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) কামরুজ্জামান ব্রেকিংনিউজকে জানান, খবর পেয়ে সেই বাসায় যান পুলিশ সদস্যরা। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রিফাত ও তার স্ত্রীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ছুটির দিন হওয়ায় তারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এরপর পাশের ঘরের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশে খবর দেন।’ এদিকে, শিশুটির মৃত্যু খবরে আত্মীয়-স্বজনরা ছুটে আসে। তারা অভিযোগ করেন শিশুটিকে হত্যা করা হয়েছে। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। একপর্যায়ে বাসার নিচতলা থেকে আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা গেলেও সেখানে তাদের ঢুকতে দেননি বিক্ষোভকারীরা। এছাড়াও বাড়ির দিকে ইট-পাটকেল ছোড়েন। সন্ধ্যার দিকে গৃহকর্তা রিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।