ঝিনাইদহ মহেশপুর উপজেলার ১নং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর সুরাইয়ার কর্তব্যে অবহেলা ও গাফিলতি চরম শিখরে।
ভ্রাম্যমান প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১নং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এফ.ডব্লিউ.ভি. (ভিজিটর) সুরাইয়া যথা সময়ে যথাযথ কর্তব্য পালন করছেনা মর্মে এলাকাবাসী ব্যক্ত করে। সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায় ভিজিটর সুরাইয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দোতলায় আবাসস্থলে সকাল ১০ টায় তার তিন বছরের জমজ সন্তানদেরকে নিয়ে অবস্থান করছে। যদিও তার সকাল ৮ ঘটিকায় রোগীদের সেবা করার জন্য নিজ কর্মস্থলে থাকার কথা। রোগীরা সেবা নিতে এসে হাসপাতালের বারান্দায় দীর্ঘক্ষণ অপেক্ষা করা স্বত্ত্বেও ভিজিটর সুরাইয়া দোতলা থেকে নিচে এসে রোগীদের কোন প্রকারে সেবা করতে দেখা যায়না। এক সৌজন্য স্বাক্ষাতে অত্র পত্রিকার প্রতিনিধি দ্বয় ছবিসহ বিস্তারিত আকারে জানতে পারে তার তিন বছরের জমজ সন্তানের জন্য একটু বিলম্ব হচ্ছে।
[ বিস্তারিত জানতে আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন ]