আদমদীঘিতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত তবে ভোটার উপস্থিতি কম

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৫৮টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন কোন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অন্যান্য বারের তুলনায় অনেক কম। এ উপজেলা মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ১৫৪ জন। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে মোট গড় ভোট পড়েছে ৩৬.৬৪ শতাংশ (তথ্য সংশিষ্ট নির্বাচন অফিস সূত্রে)। জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোট কেন্দ্রে আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এর কারণ হিসাবে অনেক ভোটাররা জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপি ভোটে অংশ গ্রহণ না করা। অপর দিকে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে ভোটারদের মাঝে উৎসাহ ছিল না বলে ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি কিছুটা কম।
এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান পিন্টু (টিউবয়েল মার্কা) ৩২ হাজার ৬ শত ৫০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর রহমান মন্টি (চশমা মার্কা) ১৩ হাজার ৭৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা বেগম চাঁপা খন্দকার (হাঁস মার্কা) ৩৩ হাজার ৯শত ১০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলো গুপ্তা (কলস মার্কা) ১৬ হাজার ৪ শত ৫৫ ভোট পেয়েছেন।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সাদেকুর রহমান জানান, দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা নির্বাচনে ১৮ মার্চ এই উপজেলায় ৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তি প্রিয় ভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরোও জানান, এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ১৫৪ জন। এ নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৩৬.৬৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *