শৈলকুপার বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারে দই এর দামে পাতিল বিক্রী: ভ্রাম্যমান আদালতে জরিমানা
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় থানা রোডের পাশে অবস্থিত বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যজিষ্ট্রেট ওসমান গনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানিয়ে রাখা ও পাত্রে দই এর ওজন কম থাকায় নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, থানা রোডের পাশে অবস্থিত বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা, অপরিচ্ছন্ন ও অন্ধকার ঘরে খোলা অবস্থায় মিষ্টি বানিয়ে রাখা ও দই এর পাত্রের ওজন ১ কেজি সাড়ে ৩শ গ্রাম কম থাকা সত্তেও তারা পূর্ণ দই এর দাম ক্রেতার নিকট থেকে আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান কে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এধরণের কর্মকান্ড সংশোধনের জন্য ১ মাসের সময় দেওয়া হয়েছে।