সাপাহারে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ সহ সামগ্রী বিতরণ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচীর আওতায় ইউনিয়নের ২০ জন ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিক্ষুক পূনর্বাসনে মুরগী ও হাঁসের ঘর ১টি, টার্কি মুরগী ৬ পিচ, পাতি হাঁস ৩ পিচ, খাদ্য ২৫ কেজি, ছাগল ও ভেড়া ২ টি এবং নগদ ১ হাজার টাকা করে ২০ জন ভিক্ষুককে দেওয়া হয়।
তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, ২০ জন ভিক্ষুক সহ অনেকেই উপস্থিত ছিলেন।