বন্দরে ‘‘ন্যায় বিচারক’’র শুভ মহরত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ১১মার্চ সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর সাধারণ পাঠাগার মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘ন্যায় বিচারক’’ এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। টিভি নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু রচিত ও চিত্রনাট্য পরিচালিত বাস্তবধর্মী এ চলচ্চিটির মহরতের উদ্বোধণ করেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিমউদ্দিন মাষ্টার। কথক নাট্যদলের তুুখোড় অভিনেতা খালিদ সাইফুল্লাহ’র প্রাণবন্ত সঞ্চালনায় মহরত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তথা চলচ্চিত্র অভিনেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর,চিত্রনায়ক এস এ শামীম,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ ব্যাংক টুয়েন্টিফোরডটকম’র সম্পাদক মোঃ আল মামুন,মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র পরিচালক সোনিয়া আহমেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বন্দর উপজেলা বন্দর উপজেলা শাখা’র আহবায়ক শেখ কামাল,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র এক্সিকিউটিভ মেম্বার মোঃ আল মামুন,মায়ের আঁচল সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা হারুন অর রশীদ সাগর,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর বন্দর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,অভিনেতা আল মামুন,জয় হাসান,তৃষা আক্তার,নবাগত রিদোয়ান আহমেদ শুভ,নবাগতা কেয়া আক্তার,অভিনেত্রী কুমকুম,কন্ঠশিল্পী জয় হাসান,সাংবাদিক ও অভিনেতা আনোয়ার হোসেন সজিব প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক নাজিমউদ্দিন মাষ্টার বলেন,নাটক মানেই সমাজের দর্পণ আর নাটক মানেই সমাজের মন্দ কাজের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। সমাজের পরিবর্তণ করতে হলে অভিনয়ের মাধ্যমে মানুষের পরিবর্তণ ঘটাতে হবে।