মেডিকেলমোড় চৌ-রাস্তা মুজিব চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্য, ভোলাহাটে সওজ’র রাস্তা বে-দখলে হুমকির মুখে ভাস্কর্য

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাট উপজেলার প্রানকেন্দ্র ভোলাহাট মেডিকেলমোড় । চৌ-রাস্তার এ মোড়ে বিভিন্ন যানবাহনকে বাঁক নিয়ে যেতে হয় দেশের বিভিন্ন অঞ্চলে। ছোটখাটো যানবাহগুলো ছুটে চলে বিভিন্ন গন্তব্যে। আর চৌ-রাস্তার মোড়ের মধ্যখানে জেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরী করে মুজিব চত্বর নামকরণ করা হয়েছে। যা অল্প সময়ের মধ্যে নামটি মানুষের মধ্যে প্রকাশও পেয়েছে। কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন উপজেলার সকল পেশাজীবিমহল। তারা অভিযোগ করে বলেন, উপজেলার একমাত্র প্রানকেন্দ্র মেডিকেলমোড় চৌরাস্তার উপর দিয়ে ভোলাহাট হতে রহনপুর, বজরটেক হয়ে শিবগঞ্জ হয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। এ রাস্তা দিয়ে গণপরিবহন, মালবাহি পরিবহণ, অটো, রিক্সা, ভ্যান, মটরসাইকেল, সাইকেল এবং পায়ে হাটা পথচারি প্রতিনিয়ত চলাচল করে থাকে। এ সময় পরিবহণ ও পথচারিদের কবলে পড়ে দূর্ঘনারও শিকার হতে হচ্ছে হরহামেশায়। কিন্তু দেখার কেই নাই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেডিকেলমোড় মুজিব চত্বরের চারেদিক সড়ক ও জনপথ বিভাগের রাস্তা দখলে নিয়ে স্থাপনা তৈরী করেছেন স্থানীয় প্রভাবশালিরা। এদের মধ্যে আব্দুল লতিফ(বাংগাল) ও বর্তমান জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, অপরিকল্পিত যাত্রী ছাওনিসহ বিভিন্ন প্রভাবশালি ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা দখলে নিয়ে স্থাপনা তৈরী করে কেউ দোকান ঘর ভাড়া দিয়েছেন কেউ নিজেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফলে বিশাল প্রস্থ্য রাস্তা সংকুচিত হয়ে একজন পথচারি রাস্তা পারাপারে চরম বিপদের মুখে পড়েন। এদিকে ঢাকাকোচ, ট্রাক, বিআরটিসি, কার্ভাটভ্যান বাঁক নিতে গেলে বে-দখলে থাকা রাস্তার কারণে জাতির পিতার ভাস্তর্যে ধাক্কা লাগে। ফলে স্থানীয়রা আশংকা করছেন, মহামূল্যবান এ ভাস্কর্য বাস, ট্রাকের আঘাতে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এদিকে প্রভাবশালিরা সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটি দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরী করে সরু এ রাস্তায় ২/৩টি অটো পাশাপাশি থাকলে পথচারিসহ অন্যান্য যানবাহ চলাচল করতে পারে না। চলাচল করতে গেলে দূর্ঘটনার শিকার হতে হয়। রান্তাটি বে-দখল হওয়ায় মেডিকেলমোড়ের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রায় আড়াই শত ব্যক্তির স্বাক্ষরিত উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে সরকার সরকারী রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত রেখেন। এরি ধারাবাহিকতায় ভোলাহাট উপজেলার মেডিকেলমোড় মুজিব চত্বরের পারেপাশসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী করেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে জাতির পিতার ভাস্কর্য রক্ষাসহ রাস্তাটি প্রস্থ্য হবে এবং কোন দূর্ঘটনার শিকার হবে না পথচারিরা। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলি নূও নবী তরফদারের ০১৭৩০-৭৮২৭১১ মোবাইল নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *