শেরপুরে পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ১

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৭০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ । ৫ মার্চ মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে শ্রীবরদী থানার পুলিশ। অস্ত্র ও ইয়াবাসহ আটক দুলাল ঝগড়ারচর মোদকপাড়া গ্রামের জনৈক আব্দুল কাদির মিয়ার ছেলে। এদিকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করার সময় মাদক ব্যবসায়ী অন্যান্য সহযোগীদের হামলায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রহুল আমীন তালুকারদার সহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ৬ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য জানান। এসময় প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রহুল আমীনের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযানে গেলে সেখানে উৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এতে শ্রীবরদী থানার ওসি সহ আরো দুই পুলিশ সদস্য আহত হন। পরে একপর্যায়ে দুলালকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ । পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ীর বিছানার বালিশের নিচ থেকে উল্লেখিত অস্ত্র , গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়। এব্যাপারে দুলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। প্রেস ব্রিফিংকালে অন্যানের মধ্যে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমীন তালুকদার, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *