জামালপুরে ব্রীজের র্যালিং ভেঙ্গে পিকনিকের বাস নদীতে,চালকের মৃত্যু
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ব্রীজের র্যালিং ভেঙ্গে রোববার দিবাগত রাতে পিকনিকের মাইক্রোবাস নদীতে পড়ে চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ১৩ জনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা আরো নিখোঁজ দাবি করলে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। ঘন্টাখানেক উদ্ধার অভিযান পরিচালনার পর কোনো আলামত না পেয়ে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার .মো: আফসার উদ্দিন জানিয়েছেন,শেরপুরের গজনী থেকে পিকনিক শেষে মাদারগঞ্জে ফিরছিল মাইক্রোবাসটি। রাত ৯টার দিকে মাইক্রোবাসটি গুনারীতলা ব্রীজ অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে র্যালিং ভেঙ্গে ঝারকাটা নদীতে পড়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোবাসের ১৩ যাত্রীকে জীবিত এবং চালক রুহুল আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ২যাত্রী নিখোঁজের দাবি করে প্রত্যক্ষদর্শীরা। জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ২ যাত্রীর উদ্ধার কাজ শুরু করে। তবে ডুবুরি টিম দিয়ে উদ্ধার অভিযান পরিচালনার পর কোনো আলামত না পেয়ে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,দুর্ঘটনা পরপরই ১৩ জন মাইক্রোবাসর থেকে বের হয়ে আসে শুধু মাত্র চালকের মৃত্যু হয়েছে। মূলত নিয়ন্ত্রণ হারিয়েই এই দূর্ঘটনা ঘটে।