ফুলবাড়ীর ২টি ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন জমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খনন॥
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে পানি নিষ্কাশনের খাল খননে ব্যক্তিমালিকানাধীন আবাদী জমি ধ্বংশ হয়ে যাবে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েবাড়ী ইউনিয়নের কিছমত লালপুর, মহদীপুর, নারায়নপুর ও লক্ষীপুর গ্রামের একালাকা বাসীর পক্ষে প্রফুল্ল চন্দ্র সরকার ও মঞ্জুরুল ইসলামের লিখিত অভিযোগে জানা যায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড ফুলবাড়ী উপজেলার নালার পাড় খালের ০.০০ হতে ৪.৫০ কি.মি খাল খনন কাজের টেন্ডার হলে উক্তকাজটি পেয়ে থাকেন ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ হাসিবুল হোসেন, রবাটসনগঞ্জ, আলমনগর রংপুর। খালটি খননে ৫৩.৭০ লক্ষ টাকা। গত ০৬/০২/২০১৯ ইং তারিখে কাজটি শুরু হয় কাজটি শেষ হবে ৩১/০৫/২০১৯ ইং তারিখে। এদিকে অভিযোগকারীরা ২টি ইউনিয়নের খাল খননে ২ হাজার একর আবাদী ৩ ফসলি জমি মালিকানাধীন ধ্বংশ হয়ে যাবে। উক্তঠিকাদার খাল খননের শেষ অংশ দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া ও গড় পিংলাই এলাকার ছোট যমুনা নদীর সংযোগ এলাকা খনন কাজ না করেন কেবল মাত্র পূর্ব মহেশপুর ও লক্ষীপুর এলাকায় খনন কাজ শুরু করেন। বর্ষকালে ঐ খালের পানি আরো বৃদ্ধি পেয়ে জলাবদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিবে। এতে করে ২টি ইউনিয়নের ৪ মৌজার সকল আবাদি জমির ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। খাল খননের শেষ অংশ দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া ও গড়পিংলাই এলাকার নদী সংযোগ স্থান খনন না করা পর্যন্ত এলাকার ভূমির মালিকেরা কাজ বন্ধ করার জন্য গত ২৬/০২/২০১৯ ইং তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরী বরাবরে খাল খননে এলাকার ব্যক্তিমালিকানা জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সাথে গতকাল সোমবার সরাসরি কথা বললে তিনি জানান, খাল খননের বিষয়টি নিয়ে দিনাজপুর পানি উন্নয় বোর্ড এর কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। এদিকে খাল খননের ঠিকাদার মোঃ হাসিবুল হোসেন জানান গত ০১/০৩/২০১৯ ইং তারিখ থেকে এলাকার লোকজন কাজ বন্ধ করে দেওয়ায় অফুরন্ত ক্ষতি সাধন হচ্ছে আমার । এদিকে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড এর নিবার্হী প্রকৌশলী মোঃ ফয়জুর রহমান সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেন নি। একালাকাবাসী কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নিয়ে জমির মালিকেরা জমির ক্ষতিপূরণের দাবি করেছেন।