বাগেরহাটে রিক্সাচালকের কন্যা রুকসানাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেবার অভিযোগ

এস,কে জামান: বাগেরহাটের রনবিজয়পুর এলাকার হত দরিদ্র রিক্সাচালক হাসান দেওয়ান ও দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মাতার একমাত্র কন্যা রুখসানা জেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার’১৯ এস,এস,সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে নিয়মিত পরীক্ষা দিয়ে আসছিল। গত ২০ ফেব্রুয়ারী নির্ধারিত বিষয়ে যথারীতি সে বাগেরহাট গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে যায় এবং অংশগ্রহণ করে।কিছুক্ষন পরীক্ষা দেবার পর হঠাৎ রুখসানা ও রিপা
নামের আরেকটি মেয়েকে বিনা অপরাধে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং তাদের ঐদিনের পরীক্ষা বাতিল ঘোষনা করা হয়। কারণ জানতে চাইলে কেন্দ্র সচিব বলেন,তারা দু’জন দেরী করে হলে প্রবেশ করার দায়ে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। কেন তাদেরকে দেরীতে হলে ঢুকতে দেওয়া হলো এবং কিছু সময় পরীক্ষা দিতে দেওয়া হলো আর কেনই বা তাদের ঐ দিনের পরীক্ষা বাতিল ঘোষনা করা হলো বিষয়টি কারোর-ই বোধগম্য হলো না। এদিকে পরীক্ষা দিতে না পারায় রুখসানা কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে তার পরিবার জানায় এ ব্যাপারে রুখসানার স্কুলে যোগাযোগ করা হলে শিক্ষকরা জানান,কেন্দ্র সচিবকে তাদের পরীক্ষা বাতিল না করতে বারবার অনুরোধ করা হলেও তিনি তাদের কোন অনুরোধ রাখেননি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত হাসান দেওয়ান একমাত্র মেয়ের পরীক্ষা বাতিল হওয়ায় হত বিহ্বল হয়ে পড়েছেন। তিনি এ ঘটনার জোর প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *