শ্বাসনালী পুড়ে যাওয়া ৯ জনই ঝুঁকিতে – ঢাকা মেডিকেল কলেজ

অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর চকবাজারের আগুনে পুড়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে থাকা রোগীদের নয়জনই ঝুঁকিতে আছেন। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সাংবাদিকদের বলেন, ‘তারা ঝুঁকিতে ছিলো, এখনো ঝুঁকিতেই আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’ নয়জনের মধ্যে পুড়েছে আনোয়ারের ২৮%, মাহমুদুল ১৩%, সেলিমের ১৪%, হেলালের ১৬%, রেজাউলের ৫১%, জাকিরের ৩৫%, মোজাফফরের ৩০%, সোহাগের ৬০% ও সালাহউদ্দিনের ১০%। ডা. সামন্ত লাল বলেন, ‘বার্ন ইউনিটে থাকা সর্বশেষ নয়জনের মধ্যে পাঁচজন আইসিইউতে, তারা সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছেন। বাকি চারজনও ঝুঁকিতে। কারণ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে গেলে রোগীরা ঝুঁকিতে থাকেন।’ তবে তাদের সুচিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সামন্ত লাল। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *