রংপুরে কোটি টাকা মূল্যের পলিথিন উদ্ধার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রংপুর মহানগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় র্যাব-১৩ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় কোটি টাকা মুল্যের ৪২ হাজার কেজি পলিথিন উদ্ধার করে। এসময় ওবায়দুল ইসলাম নামের এক পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর র্যাব-১৩ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় গোডানে থাকা প্রায় চল্লিশ হাজার কেজি অবৈধ্য পলিথিন উদ্ধার করেছে র্যাব। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাবের একটি দল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিভাগীয় নগরী রংপুরের শালবন মিস্ত্রী পাড়া গ্রামের শিয়ালুর মোড় এলাকার একটি গোডাউনে এ অবৈধ্য পলিথিনসহ পলিথিন ব্যাবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ীর তথ্যের বরাত দিয়ে র্যাব-১৩ এর অধিনায়ক জানান, ওবায়দুল ইসলাম সিটি কর্পোরেশন এলাকার ২৫ নং ওয়ার্ড শালবন মিস্ত্রীপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত গোপনে এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।