বিজিবির এক মাসের অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২৬ হাজার ৯৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ হাজার ৩৮৬ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৫০২ বোতল বিদেশি মদ, ৫৭৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৪ ক্যান বিয়ার, ৯২৩ কেজি গাঁজা এবং ১ লাখ ৫৮ হাজার ৩৭০টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে তিন কেজি ৩৪ গ্রাম স্বর্ণ, দুই হাজার ৭০২টি শাড়ি, ৭৮৪টি থ্রিপিস, শার্টপিস, ৮১৪টি তৈরি পোশাক, ৩২৬ মিটার থান কাপড়, দুইটি কষ্টি পাথরের মূর্তি, ৪০ হাজার ৯০৫ ঘনফুট কাঠ, এক হাজার ২৬ কেজি চা পাতা, চারটি ট্রাক, সাতটি পিকআপ, ১২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৪৪টি মোটর সাইকেল। বিজিবি জানায়, অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল, ১০টি ওয়ান শুটার গান, একটি ওয়ান শুটার পিস্তল, একটি দেশীয় বন্দুক, ৬২ রাউন্ড গুলি, ১২টি ম্যাগাজিন এবং এক কেজি ৭৫০ গ্রাম গান পাউডার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। যাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।