আদমদীঘিতে ৭টি দোকান আগুনে ভষ্মিভূত

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। গত সোমবার আনুমানিক ভোর ৪টার সময় উপজেলার সদরের পশ্চিম বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ডালম্বা গ্রামের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সুমন হোসেনের প্রায় ৩ লাখ টাকা, পার্শ্বের মুদি ব্যবসায়ী বাছেদ আলীর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও একই গ্রামের চা-দোকানী শরিফুল ইসলামের প্রায় ৩০ হাজার টাকা, পাইকপাড়া গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী জামাল হোসেনের প্রায় ৭০ হাজার টাকা, ডহরপুর গ্রামের নয়ন মেকারের প্রায় ৭০ হাজার টাকা, ইন্দইল গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী শফিকুল ইসলামের প্রায় ৫০ হাজার টাকা ও কালাইকুড়ি গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী সিরাজুল ইসলামের প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত রবিবারে দোকানদারা তাদের ব্যবসায়ী কার্যক্রম শেষে দোকান ঘড় বন্ধ করে সবাই বাড়ীতে চলে যায়। গতকাল সোমবার ভোরে আগুন লেগে ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তা সঠিক ভাবে বলতে পারছেনা তবে চায়ের দোকানের নিচে আবর্জনার স্তুপ থেকে আগুনের এই সূত্রপাত ঘটতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেণ। খবর পেয়ে নওগাঁ সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মী, ব্যবসায়ীরা ও বাজারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *