ভোলাহাটে দুষ্কৃাতীকারীদের হাতে অতর্কিত হামলায় গুরুতর আহত ১
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কয়েকজন দুষ্কৃতিকারীদের হাতে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের বেডে কাতরাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ফুটানীবাজার এলাকাস্থ কয়েকজন দুর্বৃত্তের দল লাঠি ও হাসুয়া নিয়ে শনিবার সাড়ে ৬টায়((বাদ মাগরিব) অতর্কিত হামলা চালিয়ে আলালপুর গ্রামের মৃত মোজাম্মেল হক মাষ্টারের ছেলে তোবারক হোসেন রচি(৫০) কে পানির ডিপ নিয়ে টাকা-পয়শা লেনদেনের কথা কাটাকাটির এক পর্যায়ে সফিকুল ও তার দলের লোকেরা লাঠি ও ধারালো হাসুয়া দিয়ে তোবারককে আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন ও তার আত্মীয়রা স্থানীয় হাসপাতালে নেয়। তোবারক আলী এখনো হাসপাতালের বেডে মাথার আঘাতে কাতরাচ্ছে। গোপন সূত্রে জানা গেছে, তোবারককে যাঁঁরা অতর্কিত হামলা চালিয়েছিল তাদের মধ্যে-একই উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের মৃত মোতলেউর রহমানের ছেলে সফিকুল ইসলাম(৪৫), একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে আশিক(১৭), মোকবুল রহমানের ছেলে সাদিকুল ইসলাম এ দূর্ঘটনার মূল হোতা সফিকুল ইসলামের সহোদর ভাই আলহাজ্ব ফারুক আমিন(৪৫)। এ ঘটনায় মূলহোতা সফিকুলের সাথে ০১৭২০-৯৬৬৬০৭২ নম্বরে বার বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি। স্থানীয় হাসপাতালের কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পবিবার-পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসানের সাথে যোগাযোগ করা হলে গুরুতর আহত তোবারক হোসেন রচির অবস্থা উন্নতির দিকে বলে তিনি জানান। এ ব্যাপারে আহতের ভাই লুৎফুর রহমান জানান, সামাজিক প্রক্রিয়ায় যদি ন্যায্য বিচার না হয়, তাহলে আইনের আশ্রয়ে থানায় মামলা করবো বলে তিনি বলেন। এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন খান বলেন, ঘটনাটির এখনো কোন লিখিত কাগজ পায়নি। তবে অভিযোগ বা মামলা হলে ব্যাপারটি আইনানুগ ভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।