ভোলাহাটে দুষ্কৃাতীকারীদের হাতে অতর্কিত হামলায় গুরুতর আহত ১

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কয়েকজন দুষ্কৃতিকারীদের হাতে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের বেডে কাতরাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ফুটানীবাজার এলাকাস্থ কয়েকজন দুর্বৃত্তের দল লাঠি ও হাসুয়া নিয়ে শনিবার সাড়ে ৬টায়((বাদ মাগরিব) অতর্কিত হামলা চালিয়ে আলালপুর গ্রামের মৃত মোজাম্মেল হক মাষ্টারের ছেলে তোবারক হোসেন রচি(৫০) কে পানির ডিপ নিয়ে টাকা-পয়শা লেনদেনের কথা কাটাকাটির এক পর্যায়ে সফিকুল ও তার দলের লোকেরা লাঠি ও ধারালো হাসুয়া দিয়ে তোবারককে আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন ও তার আত্মীয়রা স্থানীয় হাসপাতালে নেয়। তোবারক আলী এখনো হাসপাতালের বেডে মাথার আঘাতে কাতরাচ্ছে। গোপন সূত্রে জানা গেছে, তোবারককে যাঁঁরা অতর্কিত হামলা চালিয়েছিল তাদের মধ্যে-একই উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের মৃত মোতলেউর রহমানের ছেলে সফিকুল ইসলাম(৪৫), একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে আশিক(১৭), মোকবুল রহমানের ছেলে সাদিকুল ইসলাম এ দূর্ঘটনার মূল হোতা সফিকুল ইসলামের সহোদর ভাই আলহাজ্ব ফারুক আমিন(৪৫)। এ ঘটনায় মূলহোতা সফিকুলের সাথে ০১৭২০-৯৬৬৬০৭২ নম্বরে বার বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি। স্থানীয় হাসপাতালের কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পবিবার-পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসানের সাথে যোগাযোগ করা হলে গুরুতর আহত তোবারক হোসেন রচির অবস্থা উন্নতির দিকে বলে তিনি জানান। এ ব্যাপারে আহতের ভাই লুৎফুর রহমান জানান, সামাজিক প্রক্রিয়ায় যদি ন্যায্য বিচার না হয়, তাহলে আইনের আশ্রয়ে থানায় মামলা করবো বলে তিনি বলেন। এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন খান বলেন, ঘটনাটির এখনো কোন লিখিত কাগজ পায়নি। তবে অভিযোগ বা মামলা হলে ব্যাপারটি আইনানুগ ভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *