নওগাঁর আত্রাইয়ে আসামী ধরতে গিয়ে হামলায় পুলিশের এএসআই মনির ও কন্সটেবল মোঃ আজিজুল আহত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে ওয়ারেন্ট ভ’ক্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপসহকারী পরিদর্শক (এএসআই) মনির হোসেন ও কনসটেবল আজিজুল হক ।আসামীর পরিবারের সদস্যরা তাদেরকে ধারালো অস্ত্র (বটি) দিয়ে কুপিয়ে আহত করেছে। গুরুতর জখমি উপসহকারী পরিদর্শক (এএসআই) মনির হোসেন ও কন্সটেবল আজিজুলকে আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, নারী শিশু নির্যাতন আদালতের একটি মামলার গ্রেফতারী পরোয়ানাভ’ক্ত আসামীকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের রইচ উদ্দিন এর পুত্র মোঃ সোহেল রানা (২৫) কে গ্রেফতারের উদ্যেশ্যে ওই গ্রামে যায় আত্রাই থানার এএসআই মনির হোসেন ।আসামী সোহেল রানার মাতা সূর্য্য ও পরিবারে অন্য সদস্যদের কাছে আসামী সোহেল রানার সম্পর্কে খোঁজ খবর নেয়। পুলিশের সঙ্গে সোহেল রানার বোন পাখির বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আসামী হাতে থাকা লাঠি ও আসামীর বোন পাখির হাতে থাকা ধারালো অস্ত্র (বটি) দিয়ে এএসআই মনির হোসেন এর মাথায় ও গলায় কোপ দিয়ে তাকে গুরুতর আহন করে এসময় তার সংগে থাকা কনসটেবল আজিজুর রহমান মনির হোসেন কে বাঁচাতে এগিয়ে আসলে তারা পরিবারের অন্যআন্য সদস্যাকর্তৃক কনসটেবল আজিজুর রহমানকেও এলোপাতারি ভাবে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বিষয়টি আশ-পাশের লোকজন টের পেয়ে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে । এ বিষয়ে খবর পেয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে এএসআই মনির সহ কনসটেবল আজিজুল হককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে আহতদের ভর্তি করেন। ঘটনার স্থল থেকে হামলাকারী ও গ্রেফতারী পরোয়ানা আসামী সোহেল রানা (২৫) মাতা সূর্যভান (৪৫) বোন নাজমা(২০) ও বোন পাখি (১৮)কে আটক করে। এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন আরো জানান , এ ঘটনার বিষয়ে থানার মামলার প্রস্তুতি চলছে